ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

বিজয় দিবসের অনুষ্ঠানে অংশ নিতে নেপাল যাচ্ছে ‘সৃষ্টি’

ফিচার রিপোর্টার | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৪ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৭
বিজয় দিবসের অনুষ্ঠানে অংশ নিতে নেপাল যাচ্ছে ‘সৃষ্টি’ সৃষ্টি কালচারাল সেন্টারের সদস্যরা/ছবি: বাংলানিউজ

ঢাকা: মহান বিজয় দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতে নেপাল যাচ্ছে সৃষ্টি কালচারাল সেন্টার। সংগঠনের পরিচালক বিশিষ্ট নৃত্যশিল্পী আনিসুল ইসলাম হিরুর নেতৃত্বে ৮ সদস্যের নাচের দলটি শুক্রবার (১৫ ডিসেম্বর) কাঠমাণ্ডুর উদ্দেশে ঢাকা ছাড়বে বলে জানিয়েছেন সংগঠনের পরিচালক।

এসময় কাঠমাণ্ডুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস আয়োজিত বিজয় দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবে সৃষ্টি। আগামী ১৭ ডিসেম্বর (রোববার) বিকেল সাড়ে ৫টায় নেপাল আর্মি অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে।

 

নেপালের রাষ্ট্রীয় কর্মকর্তাসহ বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এছাড়া নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাশফি বিনতে শামসসহ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে জানান আনিসুল ইসলাম হিরু।

সৃষ্টি কালচারাল সেন্টারের অন্য সদস্যরা হলেন সাবরিনা শফি নিসা, তুলি, প্রিয়াঙ্কা, সাবা, রুহুল বাবু, দুর্জয় ও রাফিদ।

বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৭
এইচএমএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।