ঢাকা, বৃহস্পতিবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২১ নভেম্বর ২০২৪, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

রাবিতে পরিযায়ী পাখির আলোকচিত্র প্রদর্শনী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৬ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৯
রাবিতে পরিযায়ী পাখির আলোকচিত্র প্রদর্শনী পরিযায়ী পাখির আলোকচিত্র প্রদর্শন করছেন রাবি উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া। ছবি: বাংলানিউজ

রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আসা পরিযায়ী পাখি নিয়ে আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে। 

সোমবার (২১ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার চত্বরে তিন দিনব্যাপী প্রদর্শনীর উদ্বোধন করেন উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া। আগামী বুধবার (২৩ জানুয়ারি) পর্যন্ত এ প্রদর্শনী চলবে।

‘পরিযায়ী বসতি’ শিরোনামে এই প্রদর্শনীর আয়োজন করেছে রাজশাহীর আব্দুল খলিল পণ্ডিত ফাউন্ডেশন। প্রদর্শনীতে জনসংযোগ দফতরের উপ-রেজিস্ট্রার আলোকচিত্রী মো. নজরুল ইসলামের ৫০টি আলোকচিত্র প্রদর্শিত হচ্ছে।

প্রদর্শনী সম্পর্কে আলোকচিত্রী নজরুল ইসলাম বাংলানিউজকে বলেন, ‘বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ২০১৪ সালের শুরুর দিকে অনেক পরিযায়ী পাখির আগমন ঘটেছিল। পাখিগুলো ক্যাম্পাসের নারকেল, তাল, সুপারি, আমসহ শতাধিক গাছে বসতি গড়ে তুলেছিল। তবে ওই বছরের ১৪ এপ্রিল বৈশাখী তাণ্ডবে তাদের আবাস বিনষ্টসহ বহু পাখি মারা যায়। পরে বাদ বাকি পাখিগুলোও পর্যায়ক্রমে ক্যাম্পাস ছাড়ে। এরপর ক্যাম্পাসে তেমন পরিযায়ী পাখি দেখা যায়নি। তাই সে সময়ের পরিযায়ী পাখির বসতির খণ্ড খণ্ড প্রামাণ্যচিত্র তুলে ধরতে এই প্রদর্শনীর আয়োজন।

প্রদর্শনীর উদ্বোধনকালে ছাত্র-উপদেষ্টা অধ্যাপক লায়লা আরজুমান বানু, প্রক্টর অধ্যাপক মো. লুৎফর রহমান উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৯
এসএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।