ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

কাজী শাহেদের ‘অপেক্ষা’র প্রকাশনা উৎসব বৃহস্পতিবার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩১ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৯
কাজী শাহেদের ‘অপেক্ষা’র প্রকাশনা উৎসব বৃহস্পতিবার লেখক কাজী শাহেদ আহমেদ, ছবি: সংগৃহীত

ঢাকা: জেমকন গ্রুপের চেয়ারম্যান বিশিষ্ট লেখক কাজী শাহেদ আহমেদের উপন্যাস ‘অপেক্ষা’র প্রকাশনা উৎসব হতে যাচ্ছে বৃহস্পতিবার (২৪ জানুয়ারি)।

এ দিন বিকেল ৪টায় বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে উৎসবটির আয়োজন করা হয়েছে বলে জানা যায়।

অনুষ্ঠানে বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজীর সভাপতিত্বে প্রধান  অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় অধ্যাপক ড, রফিকুল ইসলাম।

এছাড়া বিশেষ অথিতি হিসেবে এতে উপস্থিত হবেন ফোকলোরবিদ অধ্যাপক শামসুজ্জামান খান। অপেক্ষা উপন্যাসের প্রচ্ছদজনপ্রিয় এ লেখকের উপন্যাসটির প্রকাশনা উৎসবে আরও অংশ নেবেন- জেমকন গ্রুপের পরিচালক কাজী ইনাম আহমেদ, কথাসহিত্যিক পারভেজ হোসেন এবং কবি শামীম রেজা।

অনুষ্ঠানটি সফল করতে সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকতে আমন্ত্রণ জানিয়েছেন কাগজ প্রকাশনের উপদেষ্টা শামীম রেজা।

বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৯
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।