বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) সকালে কবি নজরুল ইনস্টিটিউট ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে বরগুনার শহীদ মিনার প্রাঙ্গণে এ সম্মেলনের উদ্বোধন করেন প্রখ্যাত কথা সাহিত্যিক সেলিনা হোসেন।
সম্মেলন উপলক্ষে সকাল ১০টায় বরগুনার জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র্যালি বের হয়।
সভায় উপস্থিত ছিলেন- বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস, কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুর রাজ্জাক ভূঞা, বরগুনার জেলা প্রশাসক কবীর মাহমুদ, পৌর মেয়র মো. শাহাদাত হোসেন, সম্মিলিত সাংস্কৃতিক জোট বরগুনার সভাপতি অ্যাডভোকেট মো. শাহজাহান প্রমুখ।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অপ্রচলিত গানের ‘সুর সংগ্রহ, স্বরলিপি প্রণয়ন, সংরক্ষণ, প্রচার এবং নবীন প্রজন্মকে উদ্বুদ্ধকরণ’ শীর্ষক প্রকল্পের আওতায় ২৪-২৬ জানুয়ারি পর্যন্ত মোট তিনদিন এ সম্মেলন হবে।
নজরুল সম্মেলন উপলক্ষে তিনদিনের নির্ধারিত অনুষ্ঠান ছাড়াও থাকবে বইমেলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়াও আয়োজন করা হয়েছে পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা।
বাংলাদেশ সময়: ১৫১৪ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৯
এনটি