বুধবার (১৩ ফেব্রুয়ারি) সকাল থেকেই জেলা শহরের মোক্তারপাড়া বকুলতলা চত্বরে শুরু হয়েছে উৎসবের। এরপর বেলা ১১টায় বের করা হয় বসন্তের বর্ণাঢ্য শোভাযাত্রা।
সাংস্কৃতিক কর্মী-সংগঠক ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে এ শোভাযাত্রা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
পরে অনুষ্ঠান মঞ্চে হয় কবিতাপাঠের আসর, নাচ-গান ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা। অনুষ্ঠান উপভোগ করতে শহরের ভিন্ন শ্রেণি-পেশার মানুষ হাজির হন বকুলতলা চত্বরে।
এদিকে বসন্ত উৎসবকে কেন্দ্র প্রতিবছরই দেশের খ্যাতনামা লেখক ও কবি সাহিত্যিকদের ‘খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার’ দেওযা হয়। এবার এ পুরস্কারে ভূষিত হয়েছেন শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রখ্যাত গবেষক অধ্যাপক ড. রফিকউল্লাহ খান এবং কবি মারুফুল ইসলাম।
বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) দিনগত রাতে পুরস্কারপ্রাপ্তদের হাতে সম্মাননা প্রদানের মধ্যদিয়ে সমাপ্তি ঘটবে দুইদিনের এ এই উৎসবের। এবারের সাহিত্য উৎসব উৎসর্গ করা হয়েছে প্রয়াত প্রাবন্ধিক ও গবেষক ড. অনু হোসেনকে।
বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৯
এসআই/