চাঁদেরও যৌবন আছে, তাইতো মেঘ তাকে আড়ালে ডাকে!
তারারাও খসে পড়ে, বাসের হুইসেলে চড়ে মেঘেরাও নিরুদ্দেশ হয়
লীলাবতীর খোঁজে!
তাদের মতই প্রতিদিন কত মানুষ ঘরে ফেরে,
শুধু তাদের মাঝে আমি থাকি না।
জানি ভালো থাকতে বলো, কিন্তু কী করে ভালো থাকি?
বারবার পাশে থাকার স্বপ্ন দেখাও
অথচ একবারও কি ভেবেছো, আমার পাশবালিশটা তুমি নও!
এই শহরের অগণিত মানুষের ভিড়ে কত মানুষকেই তোমার মত লাগে
অথচ পলক ফেললেই ভুল ভাঙে
ওটা তুমি নও!
চলো; পালিয়ে যাই
এই শহর আর ভাল লাগে না, একা একা তোমায় ছাড়া।
বাংলাদেশ সময়: ১০৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৯
।