বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে নজরুল র্যালির মধ্য দিয়ে তিন দিনের এ সম্মেলনের কর্মসূচির শুরু করা হয়।
পরে জেলা প্রশাসক (ডিসি) মো. মতিউল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী আলোচনা সভা জাতীয় ও স্থানীয় শিল্পী এবং গুনীজনেরা বক্তব্য রাখেন।
সংস্কৃতি মন্ত্রণালয়ের কবি নজরুল ইনস্টিটিউটের উদ্যোগে ও পটুয়াখালী জেলা প্রশাসনের সহযোগিতায় ১৪, ১৫ ও ১৬ ফেব্রুয়ারি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে চলবে এ সম্মেলন।
তিন দিনব্যাপী আয়োজনে নজরুল সংগীতের বিখ্যাত শিল্পী ফাতেমাতুজ জহুরা ও সালাহ্উদ্দিন আহমেদ, কবিতা আবৃত্তিতে কবি জাহিদ হায়দার ও কবি জাহিদুল হক, নৃত্য পরিবেশন করবেন সোহেল রহমানসহ তাদের দল।
এছাড়াও নজরুলের জীবনভিত্তিক তথ্য চিত্র প্রদর্শন, বইমেলা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ জাতীয় ও স্থানীয় শিল্পীরা সংগীত ও নৃত্য পরিবেশন করবেন।
বাংলাদেশ সময়: ১৪১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৯
জিপি