মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অনুষ্ঠিত বইমেলা উপলক্ষে আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে বিশিষ্ট কথাসাহিত্যিক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক হাসান আজিজুল হক এসব কথা বলেন।
শৈশবকে স্মরণ করে আজিজুল বলেন, ‘প্রত্যেকটি মানুষের অভিজ্ঞতা স্বতন্ত্র এবং বিচিত্র এটি ঠিক।
প্রধান অতিথির বক্তব্যে ইবি’র উপাচার্য অধ্যাপক হারুন-উর-রশিদ আসকারী বলেন, ‘বাঙালির হৃদয়ে রবীন্দ্রনাথ, চেতনায় নজরুল। পৃথিবীর বিখ্যাত ভাষাবিদদের মতে ফরাসি ভাষার পরে বাংলা হচ্ছে সবচেয়ে শ্রুতিমধুর ভাষা। বাংলা আমাদের মায়ের ভাষা, প্রেমের ভাষা, কবিতার ভাষা। এ ভাষায় সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক প্রয়োজনে দ্রোহের অস্ত্র হিসেবে ব্যবহৃত হয়েছিল। ’
তিনি বলেন, ‘১৯১৩ সালে রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল প্রাপ্তির মাধ্যমে বাংলা ভাষা প্রথম বিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল। পৃথিবীর প্রায় ৩০০ মিলিয়ন মানুষ বর্তমানে বাংলা ভাষায় কথা বলে। তাই অত্যন্ত যৌক্তিক কারণে বাংলা জাতিসংঘের দাফতরিক ভাষা হওয়ার যোগ্যতা রাখে। ’
বেলা দেড়টার দিকে অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে শুরু হয় তিনদিন ব্যাপী এ আলোচনা সভা।
আলোচনা সভার প্রথম দিনে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম শাহিনুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন- কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ারের অধ্যাপক অধ্যাপক শামসুজ্জামান খান।
এছাড়াও আলোচনা সভায় টুরিজম অ্যান্ড হসপিটালিটি বিভাগের সভাপতি অধ্যাপক ড. মাহবুবুল আরেফীন, ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মিয়া রাশিদুজ্জামান স্বাগত বক্তব্য রাখেন।
এর আগে বেলা ১টার দিকে উপাচার্য অধ্যাপক হারুন-উর-রশিদ আসকারী বিশ্ববিদ্যালয়ের আম্রকাননে বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
বাংলাদেশ সময়: ২০৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৯
জিপি