ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

ফেনীতে শেষ হলো সপ্তাহব্যাপী নাট্যোৎসব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৯ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৯
ফেনীতে শেষ হলো সপ্তাহব্যাপী নাট্যোৎসব কিশোর থিয়েটারের দুই যুগ পূর্তি উপলক্ষে আয়োজিত নাট্যোৎসব, ছবি: বাংলানিউজ

ফেনী: ফেনীর ঐতিহ্যবাহী নাট্য সংগঠন কিশোর থিয়েটারের দুই যুগ পূর্তি উপলক্ষে আয়োজিত আঞ্চলিক নাট্যোৎসব শেষ হয়েছে।

শুক্রবার (২৯ মার্চ) দিনগত রাতে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সপ্তাহব্যাপী নাট্যোৎসবের সমাপনী দিনে দর্শক উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান।

 

সংগঠনের প্রধান নির্বাহী বাপ্পী পোদ্দারের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আখতার উন নেছা শিউলী, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার জান্নাত আরা যুঁথি, নোয়াখালী ও লক্ষ্মীপুরের কালচারাল অফিসার এসএমটি কামরান হাসান।

অনুষ্ঠানে প্রথম আলো ফেনী প্রতিনিধি আবু তাহের, দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, সুবচন নাট্যগোষ্ঠীর প্রধান সমন্বয়ক নাসির উদ্দিন সাইমুম, ফেনী থিয়েটারের প্রধান সমন্বয়ক রাশেদ মাযহার ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সমর দেবনাথকে বিশেস সম্মাননা দেওয়া হয়। শেষদিনে পরিবেশনা ছিলো ‘রাহু চন্ডালের হাড়’।

ঢাকার নাট্যদল আরশিনগর পরিবেশিত নাটকটির রচনা করেছেন অভিজিৎ সেন। নির্দেশনায় ছিলেন রেজা আরিফ। এর আগে ৬ দিনে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর ও চট্টগ্রামের বিভিন্ন সংগঠন সাতটি নাটক পরিবেশন করে।

বাংলাদেশ সময়: ০৩২৩ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৯
এসইচডি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।