ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

মৌলভীবাজারে ৩ দিনের নজরুল সম্মেলন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৭ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৯
মৌলভীবাজারে ৩ দিনের নজরুল সম্মেলন নজরুল সম্মেলন সভা। ছবি: বাংলানিউজ

মৌলভীবাজার: মৌলভীবাজারে শুরু হয়েছে তিন দিনের জাতীয় নজরুল সম্মেলন। চলবে আগামী শুক্রবার (১৯ এপ্রিল) পর্যন্ত।

বুধবার ( ১৭ এপ্রিল) দুপুরে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে এ সম্মেলনের উদ্বোধন করেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।

এর আগে বেলা ১২টার দিকে সম্মেলন উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

জাতীয় নজরুল ইনস্টিটিউট ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে জেলা প্রশাসনের সহযোগিতায় এ সভার আয়োজন করা হয়।  

মৌলভীবাজার জেলা প্রশাসক (ডিসি) মো. তোফায়েল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- নজরুল ইনস্টিটিউটের সচিব ও প্রকল্প পরিচালক মো. আব্দুর রহিম।  

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার সংরক্ষিত ৩৩৬ আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আজিজুর রহমান, মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ারুল হক। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক মোহাম্মদ আব্দুর রাজ্জাক ভূঞা, আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- নজরুল জন্মশতবার্ষিকী উদযাপন পরিষদের আহ্বায়ক মোহাম্মদ আব্দুল খালিক, লেখক ও সাংবাদিক আকমল হোসেন নিপু।

অনুষ্ঠানটির সঞ্চালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার সুমাইয়া মুমিনও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদ।  

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।