বুধবার ( ১৭ এপ্রিল) দুপুরে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে এ সম্মেলনের উদ্বোধন করেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।
এর আগে বেলা ১২টার দিকে সম্মেলন উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র্যালি বের করা হয়।
জাতীয় নজরুল ইনস্টিটিউট ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে জেলা প্রশাসনের সহযোগিতায় এ সভার আয়োজন করা হয়।
মৌলভীবাজার জেলা প্রশাসক (ডিসি) মো. তোফায়েল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- নজরুল ইনস্টিটিউটের সচিব ও প্রকল্প পরিচালক মো. আব্দুর রহিম।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার সংরক্ষিত ৩৩৬ আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আজিজুর রহমান, মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ারুল হক। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক মোহাম্মদ আব্দুর রাজ্জাক ভূঞা, আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- নজরুল জন্মশতবার্ষিকী উদযাপন পরিষদের আহ্বায়ক মোহাম্মদ আব্দুল খালিক, লেখক ও সাংবাদিক আকমল হোসেন নিপু।
অনুষ্ঠানটির সঞ্চালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার সুমাইয়া মুমিনও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদ।
বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৯
এসআরএস