শনিবার (৬ জুলাই) বিকেলে ঢাকার বাংলাবাজারে অবস্থিত পুথিনিলয়ের নিজস্ব অডিটোরিয়ামে তার জন্মদিনের অনুষ্ঠানের আয়োজন করা হয়।
হায়াৎ মামুদের ৮১ তম জন্মদিনে স্মৃতিচারণের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়।
হায়াৎ মামুদ ১৯৩৯ সালের ২ জুলাই জন্মগ্রহণ করেন। হায়াৎ মামুদ শিশুদের জন্য অনেক গ্রন্থ রচনা ও অনুবাদ করেছেন।
শিশুসাহিত্যে বিশেষ অবদানের জন্য তিনি ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার’, ২০১৩ ‘শিশুসাহিত্য পুরস্কার’, ২০১৬ সালে ‘একুশে পদক’ এবং ২০১৭ সালে রবীন্দ্র সাহিত্যে গবেষণার জন্য ‘রবীন্দ্র পুরস্কার’ লাভ করেন।
হায়াৎ মামুদ বলেন, ভালাবাসা-বাসীর জন্য জীবন। আমরা ভালবাসা পেতে ও দিতে এসেছি পৃথিবীতে। ভালবাসার মাধ্যমেই পৃথিবী ছেড়ে যাব। আর কিছু থাকবে না, শুধু ভালবাসাই রয়ে যাবে।
বাংলাদেশ সময়: ০০৩৮ ঘণ্টা, জুলাই ০৭, ২০১৯
আরকেআর/এসআইএস