ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

‘শিল্পকলা পদক’ দেওয়া হবে বৃহস্পতিবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৬ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৯
‘শিল্পকলা পদক’ দেওয়া হবে বৃহস্পতিবার

ঢাকা: শিল্পকলার বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ সাত গুণী শিল্পীকে ‘শিল্পকলা পদক ২০১৮’ তুলে দেবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকেল ৩টায় গুণী শিল্পীদের হাতে প্রধান অতিথি হিসেবে পদক তুলে দেবেন রাষ্ট্রপতি।  

শিল্পকলা একাডেমি থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘শিল্পকলা পদক ২০১৮’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুণী শিল্পীদের হাতে পদক তুলে দিতে সম্মতি জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।  

পদক প্রদান অনুষ্ঠানে সংস্কৃতি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. মো. আবু হেনা মোস্তফা কামাল সভাপতিত্ব করবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, স্বাগত বক্তব্য রাখবেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।

অনুষ্ঠানে আলোচনা ও পদক দেওয়া শেষে শিল্পকলা একাডেমির শিল্পীরা অ্যাক্রোবেটিক প্রদর্শন করবেন।

মঙ্গলবার (১৬ জুলাই) দুপুর ১২টায় জাতীয় নাট্যশালা সেমিনার কক্ষে ‘শিল্পকলা পদক ২০১৮’ বিষয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে এবারের পদক প্রাপ্তদের নাম ঘোষণা করা হবে।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৯
আরকেআর/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।