ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

সাত শিল্পী পেলেন শিল্পকলা পদক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৬ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৯
সাত শিল্পী পেলেন শিল্পকলা পদক রাষ্ট্রপতির সঙ্গে পদকপ্রাপ্তরা

ঢাকা: শিল্পকলার বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ সাতজন গুণী শিল্পীকে 'শিল্পকলা পদক ২০১৮' দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকেল ৩টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে নির্বাচিত শিল্পীদের হাতে রাষ্ট্রপতি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পদক তুলে দেন।

‘শিল্পকলা পদক’-এর জন্য নির্বাচিত গুণীজনদের প্রত্যেককে একটি স্বর্ণপদক, ১ লাখ টাকা সম্মানী ও একটি সনদ দেওয়া হয়।


‘শিল্পকলা পদক ২০১৮’ প্রাপ্তরা হলেন, কণ্ঠসঙ্গীতে গৌর গোপাল হালদার, যন্ত্রসঙ্গীতে সুনীল চন্দ্র দাস, নাট্যকলায় ম. হামিদ, লোকসংস্কৃতিতে মিনা বড়ুয়া, চারুকলায় অলকেশ ঘোষ, নৃত্যকলায় শুক্লা সরকার, আবৃত্তিতে জয়ন্ত চট্টোপাধ্যায়।

অনুষ্ঠান শেষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় অ্যাক্রোবেটিক প্রদর্শনী ও নৃত্য পরিবেশিত হয়। একাডেমির অ্যাক্রোবেটিক শিল্পীদের পরিবেশনায় সাউদিয়া ও ব্লাংকেট ব্যালেন্স নামে দু’টি অ্যাক্রোবেটিক পরিবেশিত হয়। এছাড়াও ‘দাম দিয়ে কিনেছি বাংলা’ ও ‘বুকের ভিতর আকাশ নিয়ে একটাই আছে দেশ’ গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন নৃত্যশিল্পীরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্কৃতি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. মো. আবু হেনা মোস্তফা কামাল (এনডিসি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ, স্বাগত বক্তব্য দেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।

বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৯
আরকেআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।