সোমবার (২২ জুলাই) থেকে শুরু হওয়া এ আয়োজন চলবে ২৬ জুলাই পর্যন্ত।
এ প্রদর্শনীর উদ্বোধন করেন অভিনেতা ও শিল্পী আফজাল হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অভিনেতা আফজাল হোসেন শিল্পের মাধ্যমে বিশ্বের সব মানুষের সঙ্গে মানুষের নতুন সেতুবন্ধন সৃষ্টির মাধ্যমে মানবতার এক অপার ভালোবাসার পৃথিবী সৃষ্টির আহ্বান জানান।
ঢাকার শিল্পকলা একাডেমীর ৫ম গ্যালারীতে আয়োজিত এ কর্মশালায় বাংলাদেশ, শ্রীলংকা, ভারত, নেপাল, আমেরিকা, জাপান, কানাডা, ভুটান ও দক্ষিণ কোরিয়াসহ ১২ দেশের ১২৪জন চিত্রশিল্পী অংশ নিয়েছেন। এতে বাংলাদেশের সর্বাধিক শিল্পী অংশ নেন। কর্মশালার পাশাপাশি চলবে এসব শিল্পীদের শিল্পকর্ম প্রদশর্নী।
বাংলাদেশ সময়: ১১৫২ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৯
এইচএডি/