ঢাকা, শুক্রবার, ১৬ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

বরিশালে দিনব্যাপী দক্ষিণবাংলা গ্রন্থ উৎসব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৯
বরিশালে দিনব্যাপী দক্ষিণবাংলা গ্রন্থ উৎসব

ব‌রিশাল: বরিশালে দিনব্যাপী ‘দক্ষিণবাংলা গ্রন্থ উৎসব-২০১৯’র উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকাল সা‌ড়ে ১০টায় শিল্প-সাহিত্য বিষয়ক সংগঠন ‘আমাদের লেখালেখি’, ‘বরিশাল ও দক্ষিণের কবিয়াল’ ও পটুয়াখালীর যৌথ আয়োজনে নগরীর বিডিএস মিলনায়তনে এ ‍উৎসবের উদ্বোধন করা হয়।

জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠান সূচনার পর উৎসবে আগত অতিথিদের ফুল ও উত্তরীয় দিয়ে বরণ করে নেওয়া হয়।

পরে তাদের শুভেচ্ছা স্মারক ও উত্তরীয় প্রদান করা হয়। উৎস‌বের শুরু‌তে স্বাগত বক্তব্য রা‌খেন আমা‌দের লেখা‌লে‌খির অন্যতম উদ্যোক্তা মাহামুদ অর্ক।

দিনব্যাপী দুটি পৃথক অ‌ধি‌বেশ‌নের মধ্য দিয়ে এ উৎসব উদযাপিত হবে।  এর মধ্যে আছে কবিতা পাঠ ও  আলোচনা সভা।  
কামরুন নাহার মুন্নীর সঞ্চালনায় প্রথম অধিবেশনের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ক‌বি সরদার ফারুক। উৎসবের আহ্বায়ক কবি শফিক আমিনের সভাপতিত্বে এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- সাহিত্যপত্র ‘কবি এবং কবিতা’র সম্পাদক কবি শাহীন রেজা।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দক্ষিণের কবিয়ালের প্রধান পৃষ্ঠপোষক কবি রাধেশ্যাম দেবনাথ, আমাদের লেখালেখির প্রধান উপদেষ্টা ডা. ভাস্কর সাহা, সংগঠনের ঝালকাঠি প্রতিনিধি কবি মাহমুদা খানম ও পিরোজপুর প্রতিনিধি কবি অলোক মিত্র, লেখক সাইফুল্লাহ নবীন প্রমুখ।

বরিশালের সাহিত্যিকদের মধ্যে যাদের এক বা একাধিক বই প্রকাশিত হয়েছে বিশেষ করে তাদের এ উৎসবে আমন্ত্রণ জানানো হয়েছে।

বাংলা‌দেশ সময়: ১১২৯ ঘণ্টা, সে‌প্টেম্বর ২০, ২০১৯
এমএস/এইচজে 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।