ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

সেরা সংগঠনের পুরস্কার পেলো শিল্পকলা একাডেমি

ফিচার রিপোর্টার | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৯
সেরা সংগঠনের পুরস্কার পেলো শিল্পকলা একাডেমি সেরা সংগঠনের পুরস্কার পেয়েছে শিল্পকলা একাডেমি। ছবি: বাংলানিউজ

ঢাকা: চীনা দূতাবাসের নজরে সেরা সংগঠনের পুরস্কার পেয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। সাংস্কৃতিক ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এই পুরস্কার দেওয়া হয়েছে।

গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার ৭০ বছরপূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে শিল্পকলা একাডেমিকে ‘আউটস্ট্যান্ডিং অর্গানাইজেশন অ্যাওয়ার্ড’ দেওয়া হয়।

একাডেমির পক্ষে পুরস্কারটি গ্রহণ করেন প্রতিষ্ঠানটির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।

 

জাতীয় চিত্রশালা মিলনায়তনে পুরস্কার প্রদান অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং।

এ পুরস্কারের মধ্য দিয়ে সাংস্কৃতিক কার্যক্রমে চীন-বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেছেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক।  

তিনি বলেন, চীন সরকারের সহযোগিতায় ইতোমধ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির ২০ শিশুশিল্পী অ্যাক্রোবেটিক প্রশিক্ষণ নিয়েছে। এই শিল্পীরা এখন সারাদেশে অ্যাক্রোবেটিক প্রদর্শনী করছে। আগামীতে এ ধরনের কার্যক্রম আরও বৃদ্ধি পাবে।

বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৯
এইচএমএস/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।