শুক্রবার (১৮ অক্টোবর) বাংলাদেশ জাতীয় জাদুঘরে সন্ধ্যা সাড়ে ৬টা থেকে শুরু হওয়া শিল্পীর একক সঙ্গীতসন্ধ্যায় তিনি গান পরিবেশন করেন। অনুষ্ঠানের আয়োজন করে ভারতীয় হাইকমিশনের ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার (আইজিসিসি)।
আয়োজনের শুরু থেকেই মিলনায়তন পূর্ণ হয়ে যায় সম্পূর্ণরূপে। দর্শকসারির সবাই মন্ত্রমুগ্ধের মতো উপভোগ করেছেন শিল্পীর গান। এসময় তিনি বিভিন্ন ধরনের লোকগান, দেশাত্মবোধক গান, আধুনিক গান ও মাইজভান্ডারী গান পরিবশেন করেন।
এসব গানের মধ্যে ‘ও পাখিরে আয় দেখে যা কেমন আছি’, ‘কেউ বলে ফাল্গুন, কেউ বলে পলাশের মাস’, ‘রোদ মাখা সেই দিন’, ‘কে তুমি হে সখা, আড়ালে থাকিয়া’, ‘ঘর ভাঙরে তোর আজ না হয় কাল’, ‘তুমি নির্জন উপকূলে নায়িকার মতো’, ‘আমার বন্ধু রসিক নটবর’, ‘তোরে বানাইয়া রাই বিনোদনী’, ‘তুমি আর একবার আসিয়া যাও মোরে কান্দাইয়া’, ‘ইন্দু বালা গো’ উল্লেখযোগ্য।
সন্ধ্যার এ আয়োজনে বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন শিল্পী খুরশীদ আলম, ফরিদা ইয়াসমীন, সুজিত মোস্তফা, আইজিসিসির পরিচালক নীপা চৌধুরী, ডেপুটি ডিরেক্টর শ্রী প্রদীপ কুমার প্রমুখ।
আয়োজন শেষে তারা বলেন, আমাদের মধ্যে লোকগানের নির্দিষ্ট কিছু গানই সব সময় ঘুরপাক খায়। কিন্তু তার বাইরেও যে কত গান আমাদের সমাজে আছে তা আমরা অনেক কমই জানি। শিল্পী সে জায়গা থেকে অসংখ্য গান তুলে এনেছেন আমাদের সামনে। আমাদের সবার দায়িত্ব এটাই।
আয়োজন শেষে শিল্পীর হাতে সম্মাননা স্মারক তুলে দেন আইজিসিসির পরিচালক ড. নীপা চৌধুরী।
বাংলাদেশ সময়: ০২৫০ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৯
এইচএমএস/এমআইএইচ/এএ