আগামী ২১ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ১০ দিনব্যাপী এ নাট্যোৎসব অনুষ্ঠিত হবে রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তন ও পরীক্ষণ থিয়েটার হল, বাংলাদেশ মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তন এবং দনিয়া স্টুডিও থিয়েটার হলে।
শনিবার (১৯ অক্টোবর) দুপুরে মহাকাল নাট্য সম্প্রদায়ের আয়োজনে শিল্পকলা একাডেমিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
এ সময় সম্মেলনে উপস্থিত ছিলেন উৎসব কমিটির আহ্বায়ক কবির আহমেদ, দলের সাধারণ সম্পাদক মো. শাহনেওয়াজ, সাবেক সভাপতি অ্যাডভোকেট আফজাল হোসেন, নাট্যজন আখতারুজ্জামানসহ বিভিন্ন নাট্যদলের নেতাকর্মীরা।
আয়োজনে সভাপতিত্ব করেন মহাকাল নাট্য সম্প্রদায়ের সভাপতি মীর জাহিদ হাসান।
আয়োজনে জানানো হয়, বাংলা ভাষাভাষি ৩১টি নাটক নিয়ে অনুষ্ঠিত হবে ‘বাংলা নাট্যোৎসব’। এ আয়োজনে বাংলাদেশের পাশাপাশি ভারতের তিনটি রাজ্য থেকেও কয়েকটি দল তাদের নাটক নিয়ে অংশ নেবে। দলগুলো-আসাম থেকে ‘ভাবিকাল থিয়েটার’, পশ্চিমবঙ্গ থেকে ‘এবং আমরা থিয়েটার’ ও ‘রঘুনাথগঞ্জ থিয়েটার গ্রুপ’ এবং ত্রিপুরা থেকে ‘শুভম নাট্যচক্র’ ও ‘লারনার্স থিয়েটার’।
বাংলাদেশের দলগুলোর মধ্যে রয়েছে মহাকাল নাট্য সম্প্রদায়, দেশনাটক, প্রাচ্যনাট, থিয়েটার আর্ট ইউনিট, নাট্যচক্র, বুনন থিয়েটার, শব্দ নাট্যচর্চা কেন্দ্র, আরণ্যক নাট্যদল, থিয়েটার সার্কেল, মুন্সিগঞ্জ, ঢাকা থিয়েটার, ব্যতিক্রম নাট্যগোষ্ঠী, নাট্যতীর্থ, নাট্যম রেপর্টরী, লোক নাট্যদল (বনানী), সময়, নাগরিক নাট্যাঙ্গণ অনসাম্বল, বটতলা, অনুরাগ থিয়েটার, চন্দ্রকলা থিয়েটার, নবনাট, পদাতিক নাট্য সংসদ (টিএসসি), বাংলাদেশের পুতুলনাট্য গবেষণা কেন্দ্র, কথক, নাট্যযোদ্ধা এবং বাঙলা নাট্যদল।
আগামী ২১ অক্টোবর সন্ধ্যা ৬টায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে উৎসবের উদ্বোধন করবেন ভারতের ত্রিপুরা সরকারের চিফ হুইফ কল্যাণী রায়, নাট্যজন রামেন্দু মজুমদার এবং মঞ্চসারথি আতাউর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ। এছাড়া সংস্কৃতিজন গোলাম কুদ্দুস, ভারতীয় হাইকমিশনের ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের পরিচালক ড. নীপা চৌধুরী, নাট্যজন কামাল বায়েজীদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সভাপতিত্ব করবেন মহাকাল নাট্য সম্প্রদায়ের সাবেক সভাপতি অ্যাডভোকেট আফজাল হোসেন।
উদ্বোধনী সন্ধ্যায় শিল্পকলা একাডেমির নাট্যশালার মূল হলে মঞ্চস্থ হবে মহাকাল নাট্য সম্প্রদায় প্রযোজনা ‘শ্রাবণ ট্রাজেডি’, পরিক্ষণ থিয়েটার হলে নাট্যচক্র প্রযোজনা ‘একা এক নারী’ এবং মহিলা সমিতি মঞ্চে ব্যতিক্রম নাট্য গোষ্ঠী প্রযোজনা ‘তক্ষক’। উৎসবের দিনগুলোতে প্রতিদিন মঞ্চনাটক শুরু হবে সন্ধ্যা ৭টায়। অগ্রিম টিকিট বিক্রির ব্যবস্থা থাকবে কাউন্টারে। এছাড়া ২৫ অক্টোবর সকাল ১১টায় শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে অনুষ্ঠিত হবে ‘আমাদের সংস্কৃতি, আমাদের নাটক’ শীর্ষক সেমিনার। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন আবু সাঈদ তুলু।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এবং সবুজছায়ার সহযোগিতায় আয়োজিত এ উৎসবে বাংলা নাটকের মঙ্গল কামনায় সবাইকে আহ্বান জানিয়েছেন বাংলা নাট্যোৎসব উদযাপন পরিষদ।
বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৯
এইচএমএস/এএটি