শিল্পকলা একাডেমির আয়োজনে বুধবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় একাডেমির সঙ্গীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয় এই আয়োজন।
অনুষ্ঠানের শুরুতেই দলীয়ভাবে সারিন্দা বাজিয়ে শোনান আব্দুল হালিম বয়াতি সঙ্গীত একাডেমির শিল্পীরা।
এরপর মরমী এই সাধক রচিত ও সুরারোপিত গানে গানে পুরো মিলনায়তনে সুরের মূর্ছনা ছড়িয়ে দেন শিল্পীরা।
অনুষ্ঠানে সৈয়দ আশিকুর রহমান গেয়ে শোনান ‘আমি এই দেখিলাম সোনার ছবি, হালিমা পারভীন পরিবেশন করেন ‘মজনুর মতো প্রেমিক হলে’ ও ‘প্রাণের প্রিয়তমকে দেখি নাচে তালে তালে, লাল মিয়া বয়াতির কণ্ঠে গীত হয় মুর্শিদ রূপে সাঁই বিরাজ করতেছে, অনিমা মুক্তি গোমেজ গেয়ে শোনান ভালোবেসে কি ফল হবে চোখে না দেখিলে, মাহফুজা মান্না মনি পরিবেশন করেন আমাকে আপন করে লও ইত্যাদি।
এছাড়া একক কণ্ঠে আরও সঙ্গীত পরিবেশন করেন বিমান চন্দ্র বিশ্বাস, খগেন্দ্র নাথ সরকার, দেলোয়ার হোসেন বয়াতি, বাবুল সরকার, সোনিয়া আক্তার, দুলাল বয়াতি প্রমুখ।
এর আগে সংক্ষিপ্ত আলোচনায় আব্দুল হালিম বয়াতির জীবন ও কর্ম নিয়ে বক্তৃতা করেন কবি কাজী রোজী, লোক গবেষক শফিকুর রহমান, গীতিকার হাসান মতিউর রহমান, মনোয়ার হোসেন খান প্রমুখ।
বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৯
ডিএন/এইচএডি