ঢাকা লিট ফেস্টের অংশ হিসেবে বাংলা একাডেমির আবুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে ‘মঞ্চের জুটি, জীবনের জুটি’ শীর্ষক অধিবেশনে তারা কথা বলেন।
প্রথমেই ফেরদৌসী মজুমদার শোনালেন বিয়ের আগের জীবনের গল্প।
ভালোবাসার কথা কে আগে প্রকাশ করেন- এ প্রশ্ন ছিল রামেন্দু মজুমদারের কাছে। তিনি বললেন, ‘যেহেতু ছেলেরা আগে বলে। সেজন্য আমিই ফেরদৌসীকে বলেছিলাম। ’
তারা জানালেন মঞ্চে প্রথম একসঙ্গে কাজ করেন ‘তামাশা’ নাটকে। আর টেলিভিশনে প্রথম কাজ ‘একতলা-দোতলা’। ফেরদৌসী মজুমদার বললেন, ‘তখন অনেক কুসংস্কার ছিল। এই যেমন বিয়ের আগে কোনো পুরুষকে স্পর্শ করা যাবে না। ’
রামেন্দু মজুমদার বললেন, ‘আমরা দু’জনই মুনীর চৌধুরী ও আবদুল্লাহ আল মামুনের কাছে চিরকৃতজ্ঞ। তারা না থাকলে আমরা এতদূর আসতে পারতাম না। ’
একসঙ্গে প্রায় ৫০ বছর কাটিয়ে দেওয়ার রহস্য জানতে চাইলে তিনি বলেন, ‘কোনো রহস্য নেই। আমাদের পারস্পরিক বিশ্বাস, শ্রদ্ধাবোধ ও বন্ধুত্বের কারণেই আমরা এতদূর আসতে পেরেছি। ’
বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৯
ডিএন/এইচএ/