ঢাকা, বৃহস্পতিবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২১ নভেম্বর ২০২৪, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

মঙ্গলবার 'লোক পুরস্কার-২০১৮' পাচ্ছেন কবি রহমান হেনরী

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৮ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৯
মঙ্গলবার 'লোক পুরস্কার-২০১৮' পাচ্ছেন কবি রহমান হেনরী

ঢাকা: বাংলা কবিতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশের ছোটকাগজ ‘লোক’র পক্ষ থেকে ‘লোক পুরস্কার-২০১৮’ পাচ্ছেন কবি রহমান হেনরী। 

মঙ্গলবার বিকেল ৫টায় জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে রহমান হেনরীর হাতে এ পুরস্কার তুলে দেওয়া হবে।   

চিন্তক সলিমুল্লাহ খান’র সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন- লোক’র কাণ্ডারি অনিকেত শামীম।

অতিথি হিসেবে বক্তব্য রাখবেন- কবি মুহম্মদ নূরুল হুদা, আসাদ মান্নান ও ফরিদ আহমদ দুলাল।  

এছাড়া কবি হাসান মাহমুদের উপস্থাপনায় এতে শুভেচ্ছা বক্তব্য রাখবেন- কবি আনন্দ মজুমদার, আহমেদ স্বপন মাহমুদ, চঞ্চল আশরাফ, মাহমুদ সেজান, জুনান নাশিত, সোহেল হাসান গালিব ও সঞ্জীব পুরোহিত।  

অনুষ্ঠানে রহমান হেনরীর হাতে তুলে দেওয়া হবে তাকে নিয়ে প্রকাশিত বিশেষ সংখ্যা, ক্রেস্ট, সনদ ও  ৫০ হাজার টাকার চেক।

বাংলাদেশ সময়: ২১২৭ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৯ 
এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।