ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

গাজীপুরে আয়োজিত হলো ‘আইডিয়াল বইমেলা’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪১ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৯
গাজীপুরে আয়োজিত হলো ‘আইডিয়াল বইমেলা’ গাজীপুরে ‘আইডিয়াল বইমেলা’য় শিশু-কিশোরদের ভিড়।

গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় দু’দিনব্যাপী ‘আইডিয়াল বইমেলা’ আয়োজন করা হ‌য়ে‌ছে।

শুক্রবার (২৯ ন‌ভেম্বর) সকালে সফিপুর আইডিয়াল পাবলিক স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করা হয়।

স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে আয়োজিত বই মেলার উদ্বোধন করেন কালিয়াকৈর প্রেসক্লাবের সাবেক সভাপতি সরকার আব্দুল আলীম।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সফিপুর আইডিয়াল পাবলিক স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ও পরিচালক মো. হাবিবুর রহমান, শিক্ষক এম তুষারী, কালিয়াকৈর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হাসান, প্রথম আলোর গাজীপুর প্রতিনিধি মাসুদ রানা, স্কুলশিক্ষক মো. সালাহ উদ্দিন ও আব্দুল বারেক।

মো. হাবিবুর রহমান বলেন, সকাল থেকে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা ভিড় করে বইমেলায়। শিশু-কিশোররা তাদের অভিভাবকদের নিয়ে আসে। মেলার প্রথম দিনে শিশু-কিশোরদের গল্প ও ছড়ার বইয়ের চাহিদা বেশি ছিল। এবছরই প্রথম এ বইমেলার আয়োজন করা হয়।

এখন থেকে প্রতি বছর নিয়মিত বইমেলার আয়োজন করা হবে ব‌লে জানান তি‌নি।

বাংলাদেশ সময়: ১৭৪১ ঘণ্টা, ন‌ভেম্বর ২৯, ২০১৯
আরএস/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।