‘কবে সাধুর চরণধূলি মোর লাগবে গায়’ শিরোনামে এ গানের সন্ধ্যা অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) শিল্পকলা একাডেমির সঙ্গীত ও নৃত্যকলা মিলনায়তনে।
পরিবেশনার শুরুতে শিল্পী রুবেল সাইদুল আলম বললেন, লালন সাঁইজির গান হলো জ্ঞান।
রুবেল সাইদুল আলমের কণ্ঠে গীত হয় লালন সাঁইয়ের ‘গুরু আমারে কি রাখবেন আপনার চরণদাসী’, শাহ আব্দুল করিমের ‘প্রাণনাথ ছাড়িয়া যাইওনা মোরে’, ‘কেনে পিরিতি বাড়াইলারে বন্ধু’, ‘গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান’, রাধারমনের ‘ ভ্রমর কইয়ো গিয়া’, উকিল মুন্সীর ‘নিলুয়া বাতাসে প্রাণ না জুড়ায়’, হালিম চিশতির ‘তুমি এমন কইরা ছাইড়া যাইবা দয়াল’, ‘এলাহি আমিন গো আল্লাহ’, ভজ মুর্শিদের ‘চরণ এই বেলা’, ‘ধন্য ধন্য বলি তারে’।
বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৯
ডিএন/এএ