বৃহস্পতিবার (০৬ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়ি মাঠে সংস্কৃতি বিকাশ কেন্দ্রের আয়োজনে এ উৎসবে সুরের মূর্ছনা ছড়িয়ে দেন ভারত ও বাংলাদেশের বরেণ্য সংগীতজ্ঞজন।
সন্ধ্যা ৬টায় উৎসবের উদ্ধোধন ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন ড. শরিফা সালোয়ার ডিনা।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আখতারুল ইসলাম বাংলানিউজকে বলেন, দেশ-বিদেশের স্বনামধন্য শিল্পীদের পরিবেশনা দেখতে পেরে অনেক ভালো লেগেছে। গতানুগতিক অনুষ্ঠানের বাইরে এ ধরনের অনুষ্ঠান আমাদের ভিন্ন অভিজ্ঞতা এনে দিয়েছে।
শিক্ষার্থী অসীমা সরকার বাংলানিউজকে বলেন, দেশীয় সংস্কৃতির এ আয়োজন তাদের মধ্যে অন্যরকম আবহ তৈরী করেছে। পশ্চিমা সংস্কৃতির প্রভাবে আমরা যখন পথভ্রষ্ট তখন এ ধরনের শাস্ত্রীয় সংগীতের বার বার আয়োজন আমাদের শুদ্ধ সংস্কৃতির বিকাশে অবদান রাখছে।
দেশীয় সংস্কৃতির এ আয়োজনে সংগীত ও নৃত্য পরিবেশনা করেন শুদ্ধ সংগীত পরিষদ রংপুর, ঠাকুরগাঁওয়ের শাশ্বতী মোহন্ত, ঢাকার ওয়ার্দা রিহাব, প্রিয়াংকা সরকার, মাহামুদুল হাসান প্রমুখ।
বাংলাদেশ সময়: ০৩৪৩ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৯
এবি