মাদারীপুর: মাদারীপুরে মুজিববর্ষ উপলক্ষে মঞ্চায়িত হলো নাটক ‘মাকড়সা’।
শুক্রবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমিতে নাটকটি মঞ্চায়িত হয়।
শাহিন রহমানের রচনায় ও নির্দেশনায় এটি দেখতে ভিড় করেন কয়েকশ’ দর্শক। শিল্পকলা একাডেমির গ্যালারিতে শিশু-কিশোরসহ কয়েক হাজার দর্শক উপভোগ করেন এ অনুষ্ঠান।
১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক শেখ মুজিবুর রহমান হত্যা করা হয় ও কীভাবে হত্যার পরিকল্পনা করা হয় সেই বিষয়টি ফুটিয়ে তোলা হয়েছে এ নাটকে। মুজিবকে হত্যা করেও খ্যান্ত হয়নি সেই ঘাতকরা, তাদের ষড়যন্ত্র আজও চলমান। তাদের মাকড়সার জাল আজও বিস্তৃত, নাটকটিতে এমনটাই তুলে ধরা হয়।
এ সময় মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সানজিদা ইয়াসমিন, শিল্পকলা একাডেমির নাট্যবিভাগের প্রশিক্ষক আজম কামাল, আবৃত্তিশিল্পী আঞ্জুমান জুলিয়াসহ অনেকেই উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ০৫৩৫ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২১
ওএইচ/