ঢাকা: জ্ঞানভিত্তিক আলোকিত সমাজ গড়ার প্রত্যয়ে জাতীয় গ্রন্থাগার নিরলসভাবে কাজ করে যাচ্ছে, জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ।
বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় গ্রন্থাগার অধিদপ্তরে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, জনসাধারণের মধ্যে মানবিক মূল্যবোধের বিকাশ গ্রন্থাগারের মূল উদ্দেশ্য। আগামী ৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় গ্রন্থ দিবস। এই উপলক্ষে আয়োজন করা হয়েছে নানাবিধ আয়োজন। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষ্যে সংস্কৃতি মন্ত্রণালয় ব্যাপক কার্যক্রম গ্রহণ করেছে। সোনার বাংলা গড়তে প্রয়োজন জ্ঞানভিত্তিক আলোকিত সমাজ। লাইব্রেরি সে ভূমিকা পালন করছে। এ উপলক্ষে আগামী গ্রন্থাগার দিবসটি যথাযথভাবে পালন করা হবে।
বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০২১
এইচএমএস/এইচএডি/