লোহা ও কাঁচের মাঝে
আমার নিশ্বাস ও বসবাস
কাঁচ থেকে পাই আলো
লোহা দেয় মনোবল।
আলো, মনোবল সম্বল করে
সকল চপলতা দূরে ঠেলে দিয়ে
তুলোর মতো না উড়ে
ধবল উপলে কুফল চেপে
প্রবল পরিশ্রম আলিঙ্গন করে
দিল’কে সরল শৃঙ্খল রেখে
অহেতুক চোখের জল না ঢেলে
আসলকে বুকে গলিয়ে
নকলকে শূলে চড়িয়ে
গড়বো এই জীবন সফল।
বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, মার্চ ৯, ২০২১
এসি/টিসি