ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

বিস্তারের ‌‘দুই পা ফেলিয়া: দেশ ভ্রমণের দিনলিপি’র উদ্বোধনী পর্ব রাতে

শিল্প-সাহিত্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৯ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২১
বিস্তারের ‌‘দুই পা ফেলিয়া: দেশ ভ্রমণের দিনলিপি’র উদ্বোধনী পর্ব রাতে

ঢাকা: বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে দেশের স্বনামধন্য শিল্প সংগঠন বিস্তারের পক্ষ থেকে ‘দুই পা ফেলিয়া: দেশভ্রমণের দিনলিপি’ শিরোনামে একটি ভ্রমণবিষয়ক আন্তর্জাল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (২৭ এপ্রিল) রাত সাড়ে ৯টায় এর উদ্বোধনী পর্বটি অনুষ্ঠিত হবে।

সুপরিচিত শিল্প সংগঠন ‘বিস্তারের চিটাগাং আর্টস কমপ্লেক্স’ নিজেদের দেশটাকে আরেকটু ভালোভাবে চিনে নেওয়ার লক্ষ্যে, তরুণ ভ্রামণিক ডা. বাবর আলীর হেঁটে ৬৪ দিনে বাংলাদেশের ৬৪ জেলা ভ্রমণের বিরল ও ব্যতিক্রমী অভিজ্ঞতার ওপর ভিত্তি করে এ ভ্রমণবিষয়ক আন্তর্জাল অনুষ্ঠানের আয়োজন করেছে।

চার পর্বে সমাপ্য সাপ্তাহিক এ অনুষ্ঠানমালার উদ্বোধনী পর্বটি অনুষ্ঠিত হবে ২৭ এপ্রিল রাত সাড়ে নয়টায়। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন বিস্তারের কর্নধার, লেখক ও ভ্রমণানুরাগী আলম খোরশেদ।

এ আসরে সরাসরি যোগ দেওয়ার জুম লিংক: https://us02web.zoom.us/j/82244766488?pwd=cE1tYU5EaW9yRmRIVWdHbG1kVzMyUT09

Meeting ID: 852 5500 3843, Passcode: bistaar

আর বিস্তারের ফেসবুক পেজ থেকে অনুষ্ঠানটি লাইভ দেখার লিংক: https://www.facebook.com/chittagongartscomplex/ 

এছাড়া সবার জন্য উন্মুক্ত এই অনুষ্ঠানে ভ্রমণপিপাসু সবাই সাদরে আমন্ত্রিত।

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২১
ওএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।