ঢাকা: রাজধানীর নিকটবর্তী দনিয়া পাঠাগারের ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সারাদেশে বেসরকারি পাঠাগার সমূহের অংশগ্রহণে 'একুশ শতকের আদর্শ পাঠাগার' শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জুলাই) রাতে অনলাইনে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।
প্রধান অতিথি এ সভায় দেশের বিভিন্ন পাঠাগারগুলোর অসুবিধা ও প্রতিবন্ধকতা সম্পর্কে সাধারণ পাঠকের সঙ্গে আলোচনা করেন। এছাড়া অপার সম্ভাবনা ও নতুন সব পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয় সভায়।
আলোচনায় তরুণ প্রজন্ম তাদের পাঠাগার নিয়ে চাওয়া ও স্বপ্নগুলো তুলে ধরেন। পাঠাগারগুলো এবং মন্ত্রণালয়ের যোগাযোগের নতুন দ্বার উন্মোচিত হয়েছে বলে উল্লেখ করেন কে এম খালিদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় গ্রন্থ কেন্দ্রের পরিচালক মিনার মনসুর। দনিয়া পাঠাগারে পক্ষ থেকে সম্মাননা স্মারক গ্রহণ করেন গবেষক ও সাংবাদিক কাজী আলিম উজ জামান।
আলোচনা সভায় দনিয়া পাঠাগারের সভাপতি, দনিয়া সাংস্কৃতিক জোটের সদস্যরা এবং তরুণ পাঠকরা অংশ নেন।
বাংলাদেশ সময়: ০৯৫৭ ঘণ্টা, জুলাই ৩০,২০২১
এইচএমএস/এসআইএস