তাঁর থাকা না থাকার
কোন প্রশ্নই ওঠে না।
কারণ তিনি সার্বজনীন সত্য প্রবাহ।
বঙ্গমাতার কোন বিকল্প কি হয়?
স্বামী সংসার প্রিয় সন্তান
সব তাঁর বাংলার মূল শিকড়ে
প্রোথিত ছিল।
রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি তোমার
নিজস্ব বলয় চিরে থাকে সুনিবিড়।
তোমার জন্যে তাই
আর কিছু নয়...
বাংলার তরতাজা তরুণ রক্তের গান
বিশ্বময় ছড়িয়ে আছে।
তোমার প্রকৃতিতে সাজালে তুমি
বাংলার লাল সবুজের উত্তাল পতাকা
আমরা তোমার স্মৃতিবাহী
অনন্য সম্পদ।
অদম্য ছিলে তুমি
বিরল শাসক।
বঙ্গবন্ধুর বঙ্গের শাসক....
তুমি বঙ্গবন্ধু শাসক
তোমার সন্তান আজ প্রধানমন্ত্রী রূপে
গোটা বাংলাদেশের শাসক।
লেখক: কবি ও সাবেক সংসদ সদস্য