ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

কক্সবাজারে ‘বিশ্বজুড়ে বঙ্গবন্ধু ও বাংলাদেশ উৎসব’ শুক্রবার শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২১
কক্সবাজারে ‘বিশ্বজুড়ে বঙ্গবন্ধু ও বাংলাদেশ উৎসব’ শুক্রবার শুরু

কক্সবাজার: ‘বিশ্বজুড়ে বঙ্গবন্ধু ও বাংলাদেশ উৎসব’ শীর্ষক ২ দিনব্যাপী এক উৎসব শুক্রবার (২৪ সেপ্টেম্বর) থেকে কক্সবাজারে শুরু হচ্ছে।  

পদক্ষেপ বাংলাদেশ’ নামক একটি সামাজিক সংগঠন কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে দুইদিনের এই উৎসবের আয়োজন করছে।

আয়োজকরা জানান, শুক্রবার সকাল ১০টায় উৎসব উদ্বোধন করা হবে। দুইদিনে বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক আলোকচিত্র প্রদর্শিত হবে। চলবে কবিতা পাঠ, আবৃত্তি, নৃত্য, সঙ্গীত পরিবেশন ও কবিকণ্ঠে কবিতা পাঠসহ নানা সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

শুক্রবার উৎসবের প্রথম দিনে প্রধান অতিথি থাকবেন নৌ পরিবহন মন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এবং উদ্বোধক হিসেবে থাকবেন প্রখ্যাত কথা সাহিত্যিক সেলিনা হোসেন।

পদক্ষেপ বাংলাদেশ’র কক্সবাজার জেলা সভাপতি তোফায়েল আহামদ জানান, দ্বিতীয় দিনে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ মাহমুদ। বিশেষ অতিথি থাকবেন জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ, জাতীয় প্রেসক্ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, বাংলাদেশ পথনাটক পরিষদের সভাপতি মিজানুর রহমানসহ বিশিষ্ট নেতারা।

এছাড়া বাংলাদেশ সংবাদ সংস্থার চেয়ারম্যান আ আ স ম আরেফিন সিদ্দিকও অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ০৪৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২১
এসবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।