ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

চাঁপাইনবাবগঞ্জে শিল্পকলা একাডেমি সম্মাননা পেলেন ৫ শিল্পী-সংগঠন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৪ ঘণ্টা, মার্চ ২৪, ২০২২
চাঁপাইনবাবগঞ্জে শিল্পকলা একাডেমি সম্মাননা পেলেন ৫ শিল্পী-সংগঠন ...

চাঁপাইনবাবগঞ্জ: সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি স্বরূপ চাঁপাইনবাবগঞ্জের ৪ গুণী শিল্পী ও একটি সৃজনশীল সাংস্কৃতিক সংগঠনকে শিল্পকলা একাডেমি সম্মাননা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৪ মার্চ) বেলা পৌনে ১১ টায় জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে এ সম্মাননা দেওয়া হয়।

সম্মাননা প্রাপ্তরা হলেন লোক সংস্কৃতিতে বিরেন্দ্র নাথ সরকার, কণ্ঠসংগীতে মো. আলাউদ্দিন, নাট্যকলায় মো. ইউসুফ আলী, যন্ত্রশিল্পে (দোতরা) মো. তোহরুল ইসলাম ও সৃজনশীল সংস্কৃতিতে চাঁপাই গম্ভীরা।

শিল্পীদের হাতে উত্তরীয়, ১০ হাজার টাকার চেক, মেডেল ও সনদপত্র তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।

জেলা প্রশাসক এ কে এম গালিভ খানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আহমেদ মাহবুব-উল-ইসলাম, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন বেগম, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার মো. ফারুকুর রহমান ফয়সাল।

বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, মার্চ ২৪, ২০২২
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।