ঢাবি: দেশের সাতজন বিশিষ্ট শিল্পীকে দেওয়া হলো ‘শিল্পগুরু সফিউদ্দীন আহমেদ সম্মাননা-২০২২’।
শুক্রবার (২৪ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্যের রুটিন দায়িত্বপ্রাপ্ত উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ চারুকলা অনুষদের বকুলতলায় এক অনুষ্ঠানে সম্মাননা পাওয়া শিল্পীদের হাতে ক্রেস্ট তুলে দেন।
সম্মাননা পাওয়া শিল্পীরা হলেন- মোহাম্মদ কিবরিয়া, রফিকুন নবী, মনিরুল ইসলাম, মাহমুদুল হক, কালিদাস কর্মকার, শহিদ কবীর এবং আবুল বারক আলভী।
প্রিন্ট মেকিং বিভাগের চেয়ারম্যান শেখ মোহাম্মদ রোকনুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন, শিল্পী আহমেদ নাজির, দুর্জয় ফাউন্ডেশনের চেয়ারম্যান দুর্জয় রহমান জয়, শিল্পগুরু সফিউদ্দীন আহমেদ জন্মশতবর্ষ উদযাপন পরিষদের আহ্বায়ক অধ্যাপক রোকেয়া সুলতানা, সদস্য-সচিব অধ্যাপক মো. আনিসুজ্জামান প্রমুখ বক্তব্য দেন।
অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ বলেন, দেশের আধুনিক শিল্পকলা জগতের পথিকৃৎ শিল্পগুরু সফিউদ্দীন আহমেদ। তিনি অত্যন্ত সৎ ও স্বল্পভাষী মানুষ ছিলেন। সাহসী এই শিল্পী মুক্তিযুদ্ধ বিষয়ে অসংখ্য ছবি এঁকেছেন। শিল্পের উৎকর্ষ সাধনে কাজ করে গেছেন আজীবন।
বাংলাদেশ সময়: ১০৩৫ ঘণ্টা, জুন ২৫, ২০২২
এসকেবি/এনএসআর