ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

রেজাউদ্দিন স্টালিনের নিকোলাই গোগোল ট্রায়াম্ফ আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্তিতে সংবর্ধনা

শিল্প-সাহিত্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩০ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২২
রেজাউদ্দিন স্টালিনের নিকোলাই গোগোল ট্রায়াম্ফ আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্তিতে সংবর্ধনা

কবি রেজাউদ্দিন স্টালিনের নিকোলাই গোগোল ট্রায়াম্ফ আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্তি উপলক্ষে আগামী ২৫ আগস্ট, বৃহস্পতিবার বিকেল ৫টায় পরীবাগস্থ সংস্কৃতি বিকাশকেন্দ্রে মনন সাহিত্য আসর এবং সুবর্ণগ্রাম-এর উদ্যোগে এক মনোজ্ঞ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে সভাপতিত্ব করবেন বিশিষ্ট কবি জাহিদুল হক।

আলোচনা আবৃত্তি ও সংগীতে অংশ নেবেন দেশের বিশিষ্টজন।

রেজাউদ্দিন স্টালিন বাংলাভাষার শক্তিমান কবি। তাঁর জন্ম ১৯৬২ সালের ২২ নভেম্বর বৃহত্তর যশোর জেলার নলভাঙ্গা গ্রামে। গ্রন্থের সংখ্যা শতাধিক। পেয়েছেন বাংলা একাডেমিসহ দেশি-বিদেশি অনেক সম্মাননা ও পুরস্কার। তাঁর কবিতা বিশ্বের ৪২টি ভাষায় অনূদিত হয়েছে।

কবিতার পাশাপাশি তিনি একজন সফল মিডিয়াব্যক্তিত্ব। কবিতা বিষয়ে তাঁর মৌলিক চিন্তা আমাদের আলো দেয়।

বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।