ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

ঢাকায় তসলিমা নাসরিনের ৬০তম জন্মদিন উদযাপন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৯ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২২
ঢাকায় তসলিমা নাসরিনের ৬০তম জন্মদিন উদযাপন তসলিমা নাসরিন

ঢাকা: লিঙ্গসমতা, মুক্তচিন্তার ধারক সাহিত্যিক ও চিকিৎসক তসলিমা নাসরিনের ৬০তম জন্মদিন উদযাপন করেছেন তাঁর অনুরাগীরা।  

ঢাকার পরীবাগ সংস্কৃতি বিকাশ কেন্দ্রে কেক কাটেন তাঁর ভক্তরা।

এ সময় ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে লাইভে যোগ দেন উপমহাদেশের জনপ্রিয় এই লেখিকা।  

১৯৬২ সালের ২৫ আগস্ট ময়মনসিংহ শহরে জন্মগ্রহণ করেন তসলিমা নাসরিন।  

নিষেধাজ্ঞা থাকার পরও বাংলাদেশে তাঁর জন্মদিন পালনের জন্য সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানান লেখিকা।  

লিঙ্গসমতা, মুক্তচিন্তা, ধর্মনিরপেক্ষতা, মানবতাবাদ, মানবাধিকার, নারীর অধিকার ও সকল ধরনের মৌলবাদ ও অসাম্যের বিরুদ্ধে লিখে যাবেন বলেও জানান তিনি।  

এ সময় তাঁর দীর্ঘ ও সুস্থ জীবন কামনা করেন অনুরাগীরা।  

সংস্কৃতি বিকাশ কেন্দ্রে লেখিকার জন্মদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইমতিয়াজ মাহমুদ, পারভেজ মাহমুদ, শতাব্দী ভব, মুশফিকা লাইজু, খোজিস্তা জোনাকি, বেণুবর্ণা অধিকারী, মেজাবাউদ্দিন আহমেদ, সুরভি রয়, মেহেরান সানজানা ও হৈমন্তি শুক্লা।
বক্তারা বলেন, আজ তসলিমা নাসরিন একজন ব্যক্তি নয়, একটি প্রতিষ্ঠান। দেশের নতুন প্রজন্মও তাঁর মতো এক অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন দেখে। তসলিমা নাসরিনের দেহতত্ত্ব কবিতাটি পাঠ করেন সুমনা শিল্পী।  

লিঙ্গসমতা, মুক্তচিন্তা, ধর্মনিরপেক্ষ মানবতাবাদ ও মানবাধিকারের প্রচার করায় মৌলবাদীদের রোষানলে পড়েন তসলিমা নাসরিন। ১৯৯৪ সালে বাংলাদেশ ত্যাগ করে বিশ্বের বিভিন্ন দেশে বসবাস করতে বাধ্য হন। তিনি কিছুকাল যুক্তরাষ্ট্রে বসবাস করেছেন। বর্তমানে তিনি ভারত সরকারের আশ্রয়ে রয়েছেন।

তসলিমা সাহিত্য জীবন শুরু করেন তেরো বছর বয়স থেকে কবিতা লেখার মধ্য দিয়ে।  

বাংলাদেশ সময়: ১৩৪৭ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২২ 
এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।