ঢাকা: বাংলাদেশ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থা আয়োজিত রবীন্দ্রস্মরণ ভুবনজোড়া আসনখানি সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রের ইস্ফেন্দিয়ার জাহেদ হাসান মিলনায়তনে সংগীত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক ড. মকবুল হোসেন বলেন, রবীন্দ্রনাথ আমাদের জীবনে সব সময় প্রাসঙ্গিক। বর্তমান সময়ে সমাজের নানা অসঙ্গতি, অনাচার ও ধর্মান্ধতার অশুভ প্রভাব থেকে মুক্ত হতে হলে আমাদের রবীন্দ্র চর্চা বিশেষ প্রয়োজন।
রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থার সভাপতি সাজেদ আকবর বলেন, করোনাকালেও রবীন্দ্রনাথ আমাদের সাহস জুগিয়েছে। দিয়েছে মানুষের সেবা করার অনুপ্রেরণা।
‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে’ সম্মেলন গানের মাধ্যমে শুরু হয় সঙ্গীত অনুষ্ঠান। অনুষ্ঠানে শিল্পী সংস্থার সদস্য বরেণ্য রবীন্দ্রসঙ্গীত শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। শিল্পী সালমা আকবর, ড. মকবুল হোসেন, সাজেদ আকবর, খন্দকার আবুল কালাম, সাঈদা হোসেন পাপড়ি, অনিরুদ্ধ সেন গুপ্ত, সুস্মিতা আহমেদ বর্না, মীর মন্ডল, রাবেয়া আক্তার, গোলাম সারোয়ার, গোলাম হায়দার, কেয়া হায়দার, সঞ্চিতা রাখী, এজাজ হোসেন খান, মাইনুর রহমান খান, মতিউর রহমান, উত্তম কুমার শর্মা, আজাদুর রহমান আজাদ, শিবেশ কীর্তনীয়া, মাখন হাওলাদার, শুসান্ত চক্রবর্তী, সুফিয়া জাকারিয়া, কংকন চৌধুরী, স্বর্ণময়ী মন্ডল, নন্দিনী হালদার, রিতা মুসাসহ ৩০ জন সঙ্গীতশিল্পী সঙ্গীত পরিবেশন করেন।
বাংলাদেশ সময়: ২৩৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০২২
এমএমআই/এনএইচআর