নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে তাপমাত্রা নেমে এসেছে ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে। ফলে তীব্র শীত ও ঘন কুয়াশায় সৈয়দপুর বিমানবন্দরে স্বাভাবিক প্লেন ওঠানামায় বিঘ্ন ঘটেছে।
দৃষ্টিসীমা কম থাকায় বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকালে কোনো ফ্লাইট নামতে পারেনি। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক হতে পারে এমনটি আশা করছে কর্তৃপক্ষ।
সৈয়দপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম জানান, গত কয়েকদিন ধরে সৈয়দপুরে ৮ থেকে ৯ ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা ওঠানামা করছে। বর্তমানে এই জনপদে মৃদু শৈত্যপ্রবাহ বিরাজ করছে। বিমান চলাচলের জন্য কমপক্ষে দুই হাজার ভিজিবিলিটি (দৃষ্টিসীমা) থাকার কথা সেখানে ৭০০ ভিজিবিলিটি বিরাজ করছে।
আবহাওয়ার উন্নতি হলে বিমান চলাচল শুরু হবে বলে জানান তিনি।
তবে কুয়াশার কারণে কোনো ফ্লাইট বাতিল করা হয়নি বলেও জানান এ কর্মকর্তা।
এদিকে শীত ও কুয়াশার কারণে সৈয়দপুরের সকল প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বৃহস্পতিবার বন্ধ রয়েছে বলে জানান সৈয়দপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন।
আবহাওয়ার উন্নতি না হলে বন্ধের সময় বাড়তে পারে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৩২১ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৪
এসআইএস