ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

এভিয়াট্যুর

সিঙ্গাপুরে ৫ম দৈনিক ফ্লাইট চালাবে এমিরেটস

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫১ ঘণ্টা, মে ১৩, ২০১৪
সিঙ্গাপুরে ৫ম দৈনিক ফ্লাইট চালাবে এমিরেটস

ঢাকা: এমিরেটস এয়ারলাইন আগামী ১ আগস্ট থেকে দুবাই-সিঙ্গাপুর রুটে আরো একটি দৈনিক ফ্লাইট পরিচালনা করবে এবং দুবাই থেকে সিঙ্গাপুরে এমিরেটসের ফ্লাইট সংখ্যা দাঁড়াবে সপ্তাহে ৩৫টিতে।

নতুন ফ্লাইট চালু হলে দুবাই থেকে সিঙ্গাপুরে সরাসরি ২৮টি এবং ভায়া কলম্বো সাতটি ফ্লাইট পরিচালিত হবে।



সিঙ্গাপুর, দূরপ্র্যাচ্য ও অস্ট্রেলিয়ায় এমিরেটসের একটি অন্যতম প্রবেশ দ্বার। সিঙ্গাপুর থেকে এমিরেটস যাত্রীরা মেলবোর্ন, ব্রিসবেন, কলম্বো ও দুবাই এবং ভায়া দুবাই ইউরোপের ৩৫টি, যুক্তরাষ্ট্রের নয়টি, আফ্রিকার ২০টির বেশি এবং পুরো মধ্যপ্রাচ্যে ভ্রমণের জন্য সুবিধাজনক সংযোগ পাচ্ছেন।
দুবাই-সিঙ্গাপুর রুটে ৫ম দৈনিক ফ্লাইটটি পরিচালনায় তিন শ্রেণীবিশিষ্ট ৩৬৪ আসনের বোয়িং ৭৭৭-৩০০ উড়োজাহাজ ব্যবহৃত হবে। এমিরেটস ১৯৯০ সাল থেকে সিঙ্গাপুরে চলাচল করছে।

বাংলাদেশ সময়: ০২৩৪ ঘণ্টা, মে ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।