ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

এভিয়াট্যুর

লোকসানি বিমানের অভিজাত বোর্ডসভা!

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০২ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৪
লোকসানি বিমানের অভিজাত বোর্ডসভা!

ঢাকা: লোকসানি প্রতিষ্ঠান হয়েও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ পাঁচ তারকা হোটেলে পরিচালনা পর্ষদ সভা (বোর্ড অব ডিরেক্টরস) করে আলোচনায় এসছে নতুনভাবে।   

সম্প্রতি বিমানের চেয়ারম্যান জামাল উদ্দিন আহমেদ অভিজাত হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে এই সভা ডাকেন।

শুধু সভাই শেষ নয়, আগামী পর্ষদ সভাও সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হবে বলেই জানা যায় বিমান সূত্রে।

বিমান গত চার বছরে লোকসান দিয়েছে এক হাজার কোটি টাকার ওপরে। এর মধ্যে এক বছরেই ৬০০ কোটি টাকা লোকসান দেওয়ার নজির রয়েছে। আর এর পুরোটা সময়ই বিমানের চেয়ারম্যান ছিলেন জামাল উদ্দিন আহমেদ।

পাঁচ তারকা হোটেলে পর্ষদ সভা ডাকার বিষয়ে বিমানের এক কর্মকর্তা বললেন, ‘এ তো দেখছি ধার করে ঘি খাওয়া’। প্রতিষ্ঠানের এক কর্মী দুঃখ করে বলেন, ‘আমরা তো শ্রমিক। আমাদের এই খানে কি বোর্ডের বড় লোক সদস্যদের সভা করা মানায়। পাঁচতারা হোটেলেই ওনাদের মানায়’।   

তবে বিমান কর্তৃপক্ষের ভাষ্য, অভিজাত হোটেলে পর্ষদ সভা ডাকার অন্যতম কারণ শ্রমিক আন্দোলন।

সম্প্রতি বিমান শ্রমিক লিগ সংস্থার অর্গানোগ্রাম প্রবর্তন, ইউনিফর্ম ভাতা চালুসহ ১৪ দফা দাবিতে আন্দোলন শুরু করেছে। ৫ জুলাই যেদিন পর্ষদ সভা ডাকা হয় ওইদিন বিমানের শ্রমিকদের কোনো কর্মসূচি ছিল না।

বাংলাদেশ সময়: ১২৫৮ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।