ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

এভিয়াট্যুর

স্মরণকালের সর্বাধিক এয়ারবাসের অর্ডার দিল ইন্ডিগো

এভিয়াট্যুর ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৯ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৪
স্মরণকালের সর্বাধিক এয়ারবাসের অর্ডার দিল ইন্ডিগো ছবি: সংগৃহীত

ঢাকা: ভারতীয় বিমান পরিবহন সংস্থা ইন্ডিগো স্মরণকালের সর্বাধিক ২৫০টি এ-৩২০নিও এয়ারবাসের অর্ডার দিয়েছে। ইউরোপীয়ান এয়ারবাস প্রস্তুতকারী প্রতিষ্ঠানের সঙ্গে এ বিষয়ে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম পিটিআই।



এর আর্থিক মূল্য দুই হাজার পাঁচশ’ ৫০ কোটি ডলার (এক ডলার সমান ৭৫ টাকা) বলে জানিয়েছে সংবাদমাধ্যম। যা ভারতীয় কোনো এয়ারলাইন্স কোম্পানির পক্ষে সর্বোচ্চ।

এর আগে একশ’টি এ-৩২০এস এবং একশ’ ৮০টি এ-৩২০নিও প্লেনের অর্ডার দেয় ইন্ডিগো।

বাংলাদেশ সময়: ১৩৩৯ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।