ঢাকা: বাংলাদেশ বিমান এয়ারলাইনসের যাত্রীদের আবগারী শুল্ক বৃদ্ধি করা হয়েছে।
বৃহস্পতিবার সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ কর্মকর্তা শারমিন সুলতানা।
তিনি জানান, গন্তব্য ভেদে ৪ জুন থেকে এ শুল্ক বাড়ানো হয়েছে।
এর মধ্যে বাংলাদেশের অভ্যন্তরীণ যাত্রীদের আবগারী শুল্ক ২০০ টাকা বৃদ্ধি করে করা হয়েছে ৫০০ টাকা। সার্কদেশগুলোর যাত্রীদের শুল্ক ২০০ টাকা বাড়িয়ে করা হয়েছে ৫০০ টাকা। এশীয় দেশগুলোর জন্য শুল্ক ৫০০ টাকা বাড়িয়ে করা হয়েছে ১০০০ হাজার টাকা।
এ ছাড়া অন্যান্য দেশগুলোর জন্য ৫০০ টাকা শুল্ক বাড়িয়ে করা হয়েছে এক হাজার ৫০০ টাকা।
ইতোমধ্যে যারা বর্ধিত শুল্ক পরিশোধ ছাড়াই টিকিট কিনেছেন, বিমানবন্দরের বিড়ম্বনা এড়াতে কাছাকাছি বিমান অফিস বা ট্রাভেল এজেন্সির সঙ্গে যোগাযোগ করে শুল্ক পরিশোধ করতে তাদের প্রতি বিজ্ঞপ্তিতে অনুরোধ জানানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, জুন ১১, ২০১৫
বিজ্ঞপ্তি/এবি