ঢাকা: মহাকাশ বিষয়ক কল্প-কাহিনী নিয়ে নির্মিত ‘স্টার ওয়ার’স মুভিতে ব্যবহৃত আর২-ডি২ ‘রোবট’র নকশায় তৈরি প্লেনের মাধ্যমে যাত্রী পরিবহনের ঘোষণা আগেই দিয়েছিলো জাপানের অল নিপ্পন এয়ারওয়েজ (এএনএ)। তবে কবে নাগাদ ‘ভাগ্যবান’ যাত্রীরা এতে উড়তে পারবেন সে বিষয়ে এতোদিন কোনো তথ্য জানানো হয়নি।
অবশেষে ‘কাঙ্ক্ষিত’ সে তারিখ জানালো এয়ারলাইন্স কর্তৃপক্ষ। সম্প্রতি ওয়াশিংটনে এ বিষয়ে এয়ারলাইন্সের পক্ষ থেকে জানানো হয়, আগামী ১৮ অক্টোবর জাপানের টোকিও থেকে কানাডার ভ্যানকুভারের উদ্দেশ্যে যাত্রী নিয়ে উড়াল দেবে এএনএ’র স্টার ওয়ার’র প্লেন।
সিলিন্ডার আকৃতির প্লেনটির ডিজাইনে আর২-ডি২ রোবটের থিম ব্যবহার করা হয়েছে। এছাড়া প্লেনটির ডানা বর্তমানে যাত্রী পরিবহনকারী বাণিজ্যিক প্লেনগুলির চেয়ে ব্যতিক্রম।
বাণিজ্যিক প্লেনে এটি একটি যুগান্তকারী সাফল্য বলে জানিয়েছে এএনএ। এ সময় প্লেনটি সবার সামনে প্রদর্শন করা হয়।
আর ১৮ অক্টোবর প্রথম ফ্লাইটে কারা হবেন সেই ভাগ্যবান, সেজন্য অপেক্ষায় থাকতে হচ্ছে আরো এক মাসের বেশি সময়।
বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫
জেডএস
** ওড়ার অপেক্ষায় স্টার ওয়ার’স আর২-ডি২ প্লেন!