ঢাকা: অভ্যন্তরীণ রুটে ২০১৪ সালে শ্রেষ্ঠ এয়ারলাইন্স পুরস্কারপ্রাপ্ত ইউএস-বাংলা এয়ারলাইন্সের বহরে যুক্ত হচ্ছে আরেকটি ড্যাশ৮-কিউ৪০০ উড়োজাহাজ।
চলতি বছরের ডিসেম্বরের মধ্যে উড়োজাহাজটি এয়ারলাইন্সের বহরে যুক্ত হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
যুক্ত হওয়া নতুন উড়োজাহাজের মাধ্যমে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট সংখ্যা বাড়ানোসহ রিজিওনাল রুটে ফ্লাইট পরিচালনা করা হবে।
বর্তমানে বাংলাদেশে পরিচালিত সব প্রাইভেট এয়ারলাইন্সগুলোর মধ্যে ইউএস-বাংলা এয়ারলাইন্স অভ্যন্তরীণ রুটে সর্বাধিক গন্তব্যে সবচেয়ে বেশি ফ্লাইট পরিচালনাসহ সর্বোচ্চ সংখ্যক যাত্রী পরিবহন করছে।
গত বছর এয়ারলাইন্সটি অভ্যন্তরীণ রুটে প্রায় সাত হাজার ফ্লাইট সফলভাবে পরিচালনা করেছে, যা এযাবতকালে অভ্যন্তরীণ রুটে রেকর্ড।
কুয়ালালামপুর, সিঙ্গাপুর, ব্যাংকক, আবুধাবি, দোহা, মাসকাটসহ অন্যান্য রুটে এয়ারলাইন্সটির ফ্লাইট পরিচালনার কার্যক্রম প্রক্রিয়াধীন।
বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
পিআর/জেডএস