ঢাকা, বৃহস্পতিবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২১ নভেম্বর ২০২৪, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

এভিয়াট্যুর

ইউএস-বাংলার বহরে আরেকটি ড্যাশ৮-কিউ৪০০

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
ইউএস-বাংলার বহরে আরেকটি ড্যাশ৮-কিউ৪০০

ঢাকা: অভ্যন্তরীণ রুটে ২০১৪ সালে শ্রেষ্ঠ এয়ারলাইন্স পুরস্কারপ্রাপ্ত ইউএস-বাংলা এয়ারলাইন্সের বহরে যুক্ত হচ্ছে আরেকটি ড্যাশ৮-কিউ৪০০ উড়োজাহাজ।

চলতি বছরের ডিসেম্বরের মধ্যে উড়োজাহাজটি এয়ারলাইন্সের বহরে যুক্ত হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এ নিয়ে ইউএস-বাংলার বহরে ড্যাশ৮ উড়োজাহাজের সংখ্যা দাঁড়াবে চার।

যুক্ত হওয়া নতুন উড়োজাহাজের মাধ্যমে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট সংখ্যা বাড়ানোসহ রিজিওনাল রুটে ফ্লাইট পরিচালনা করা হবে।

বর্তমানে বাংলাদেশে পরিচালিত সব প্রাইভেট এয়ারলাইন্সগুলোর মধ্যে ইউএস-বাংলা এয়ারলাইন্স অভ্যন্তরীণ রুটে সর্বাধিক গন্তব্যে সবচেয়ে বেশি ফ্লাইট পরিচালনাসহ সর্বোচ্চ সংখ্যক যাত্রী পরিবহন করছে।

গত বছর এয়ারলাইন্সটি অভ্যন্তরীণ রুটে প্রায় সাত হাজার ফ্লাইট সফলভাবে পরিচালনা করেছে, যা এযাবতকালে অভ্যন্তরীণ রুটে রেকর্ড।

কুয়ালালামপুর, সিঙ্গাপুর, ব্যাংকক, আবুধাবি, দোহা, মাসকাটসহ অন্যান্য রুটে এয়ারলাইন্সটির ফ্লাইট পরিচালনার কার্যক্রম প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
পিআর/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।