সৈয়দপুর (নীলফামারী): সৈয়দপুর-ঢাকা রুটে প্রতিদিনই যাত্রীদের চাপ বাড়ছে। এজন্য যাত্রী সেবার মান বাড়াতে ২৭ মার্চ থেকে দু’টি করে ফ্লাইট চালু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
সৈয়দপুর-ঢাকা রুটে নিয়মিতভাবে চলাচল করছে বাংলাদেশ বিমানের একটি, ইউএস-বাংলা ও নভোএয়ারের দু’টি করে প্লেন। ২৭ মার্চ এই রুটে বাংলাদেশ বিমানও দু’টি করে (সকালে ও বিকেলে) ফ্লাইট চালু করতে যাচ্ছে। এই রুটে ইউনাইটেড এয়ারওয়েজ চলাচল করলেও আপাতত বন্ধ রয়েছে।
সৈয়দপুর এয়ারপোর্ট ম্যানেজার শাহীন আহমেদ জানান,যাত্রীদের অব্যাহত চাপের কারণে সৈয়দপুর-ঢাকা রুটে ফ্লাইটের সংখ্যা বাড়ানো হচ্ছে। এছাড়া সৈয়দপুর এয়ারপোর্টকে আঞ্চলিক আন্তর্জাতিক এয়ারপোর্টে উন্নীত করার কাজ চলছে। এই কাজ শেষ হলে সার্কভুক্ত দেশের বিমানগুলো এই এয়ারপোর্ট ব্যবহার করতে পারবে।
এতে সরকারের রাজস্ব আয়ও বাড়বে বলে মন্তব্য করেন তিনি।
বাংলাদেশ সময়: ১৪১১ ঘণ্টা, মার্চ ২১, ২০১৬
এসআই