ঢাকা: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রধান নিরাপত্তা কর্মকর্তা (সিএসও) হিসেবে নিয়োগ পেয়েছেন রাশিদা সুলতানা। প্রথম নারী হিসেবে তিনি দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিমানবন্দরে এ দায়িত্ব পেয়েছেন।
বৃহস্পতিবার (১৮ আগস্ট) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্রে এ তথ্য জানা গেছে।
সিএসও হওয়ার আগে রাশিদা সুলতানা শাহজালাল বিমানবন্দরের জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা (এসএসও) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
এর আগে পদটিতে দায়িত্বে ছিলেন ইফতেখার জাহান। নানা অভিযোগের প্রেক্ষিতে গত ৩ আগস্ট তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়।
সূত্রমতে, ইফতেখার জাহানের বিরুদ্ধে জামায়াত সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। সিএসও হওয়ার আগে গত বছরের এপ্রিলে যুদ্ধাপরাধী গোলাম আযমের স্ত্রী-পুত্রকে বিমানবন্দরে ভিআইপি প্রটোকল দেওয়ার অভিযোগ ওঠে ইফতেখারের বিরুদ্ধে। ওঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে কটূক্তি করাসহ আরও বেশ কিছু অভিযোগ।
সে কারণে ওই সময় তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিতে রুলও জারি করেন হাইকোর্ট।
বাংলাদেশ সময়: ১৭২১ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৬/আপডেট ১৮০৩ ঘণ্টা
ইউএম/এইচএ/