নেপালে অবস্থানরত বাংলাদেশ মেডিকেল টিমের প্রতিনিধি দলের সদস্য ডা. সোহেল মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, এখন পর্যন্ত শনাক্তকৃত ১৭ বাংলাদেশির মরদেহই স্বজনরা দেখেছেন।
প্লেন দুর্ঘটনায় নিহতদের মরদেহ পাঠানোর প্রক্রিয়া চলছে
জানা যায়, মরদেহগুলো সোমবার (১৯ মার্চ) নাগাদ স্বজনদের কাছে হস্তান্তর করার কথা রয়েছে। সোমবার বেলা ১১টা থেকে ১২টার মধ্যে একটি বিশেষ ফ্লাইটে শনাক্ত হওয়া ১৭ বাংলাদেশির মরদেহ দেশে আনা হবে।
এছাড়া শাহীন বেপারি ও কবির হোসেন নামের আহত দুই যাত্রীর মধ্যে শাহীন বেপারিকে বিজি০৭২ ফ্লাইটে দুপুর ১.৩০ মিনিটে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে। কবির হোসেনকে সোমবার ঢাকা নেওয়ার কথা রয়েছে। এছাড়া নরভিক হাসপাতালে চিকিৎসাধীন ইয়াকুব আলীকে বিকেল ৪টায় দিল্লি নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৩৪৬ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৮
ইইউডি/জেডএস