মঙ্গলবার (২০ মার্চ) রাজধানীর বাংলাদেশ এয়ারলাইন্স ট্রেনিং সেন্টার সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারের সূচনা বক্তব্যে নভোএয়ারের চেয়ারম্যান সংসদ সদস্য ফয়জুর রহমান বাদল বলেন, শতভাগ নিরাপত্তা নিশ্চিত করতে ম্যানেজমেন্ট থেকে সব ধরনের সহায়তা দেওয়া হবে।
নভোএয়ারের চিফ অব সেফটি ক্যাপ্টেন আশফাক-উর-রহমান খানের সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে প্রতিষ্ঠানের সব বিভাগীয় প্রধান উড্ডয়ন নিরাপত্তা নিশ্চিতকরণে তাদের কর্মপরিকল্পনা উপস্থাপন
করেন।
অনুষ্ঠানে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদস্য (পরিচালনা ও পরিকল্পনা) এয়ার কমোডর মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জিইউপি, এনডিসি, পিএসসি, পরিচালক (ফ্লাইট সেফটি অ্যান্ড রেগুলেশন্স) উইং কমান্ডার চৌধুরী মোহাম্মদ জিয়াউল কবীর জিডি(পি), প্রিন্সিপাল অপারেশন্স ইন্সপেক্টর ক্যাপ্টেন ফরিদুজ্জামান উপস্থিত ছিলেন।
নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান সমাপনী বক্তব্যে উড্ডয়ন নিরাপত্তা নিশ্চিতের জন্য সামগ্রিক পদক্ষেপ তুলে ধরেন।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নভোএয়ারের উপ-ব্যবস্থাপনা পরিচালক ফিরোজ আলম, চিফ ফিন্যান্সিয়াল অফিসার আরশাদ জামাল, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তা ও
নভোএয়ারের সব বিভাগের প্রতিনিধিরা।
বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, মার্চ ২১, ২০১৮
এএ