রোববার (২৫ মার্চ) থেকে চালু হতে যাওয়া গ্রীষ্মকালীন ফ্লাইট সূচি অনুযায়ী, দেশের অন্যতম পর্যটন গন্তব্য কক্সবাজারে সপ্তাহে ৭টির স্থলে ১০টি ফ্লাইট পরিচালনা করবে বিমান। এছাড়া ঢাকা-যশোর রুটে সপ্তাহে ৭টির স্থলে ৮টি এবং ঢাকা-বরিশাল রুটে সপ্তাহে ২টির স্থলে ৩টি ফ্লাইট পরিচালনা করবে।
রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইন্সটি থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, ঢাকা-চট্টগ্রাম রুটে সপ্তাহে ৩০টি ফ্লাইট থেকে বৃদ্ধি করে ৩২টিতে উন্নীত করা হয়েছে এবং সিলেট রুটে ৩১টির স্থলে ৩৪টি ফ্লাইট পরিচালনা করা হবে। ঢাকা-কক্সবাজার রুটে প্রতিদিন ১টি করে বোয়িং ফ্লাইটের পাশাপাশি প্রতি সপ্তাহে শনি, সোম ও বৃহস্পতিবার ১টি করে অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করা হবে।
ঢাকা-কক্সবাজার রুটে ওয়ানওয়ে সর্বনিম্ন ভাড়া (সব ধরনের ট্যাক্স ও সারচার্জসহ) ৪ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া গ্রীষ্মকালীন শিডিউল অনুযায়ী চট্টগ্রাম-কক্সবাজার রুটে সপ্তাহে ৩টি ফ্লাইট পরিচালনা করা হবে।
শনি, সোম ও বৃহস্পতিবার চট্টগ্রাম থেকে সকাল ৮টা ১৫ মিনিটে ছেড়ে কক্সবাজার পৌঁছবে ৮টা ৪০ মিনিটে।
চট্টগ্রাম-কক্সবাজার রুটে ওয়ানওয়ে ভাড়া নির্ধারণ করা হয়েছে সর্বনিম্ন ১৫০০ টাকা।
এছাড়া ঢাকা-রাজশাহী ও ঢাকা-সৈয়দপুর রুটে সপ্তাহে যথাক্রমে ৪টি ও ৭টি ফ্লাইট পরিচালনা করছে বিমান।
বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৮
পিআর/জেডএস