তীব্র আন্দোলনের মুখে নতি স্বীকার করা হংকংভিত্তিক এয়ারলাইন্সটি জানিয়েছে, অন-ডিউটিতে নারী ক্রু’রা চাইলে ট্রাউজার পরিধান করতে পারবেন।
কয়েকজন ক্রু অভিযোগ করেন, মিনি স্কার্ট পরিধান করে ডিউটি করা খুবই অস্বস্তিকর বিষয়, বিশেষ করে যখন যাত্রীর মাথার উপর লকারে ব্যাগ রাখতে হয়।
তবে নতুন এ সিদ্ধান্ত ততক্ষণই কার্যকর হবে না যতক্ষণ পর্যন্ত এয়ারলাইন্সটি তার ক্রু’দের পোশাক-পরিচ্ছদে পরিবর্তন আনছে। আর এতে অন্তত তিন বছরে সময় লাগতে পারে বলে মনে করছে স্টাফ ইউনিয়ন।
হংকংভিত্তিক ড্রাগন এয়ারলাইন্সের ফ্লাইট অ্যাটেন্ডেন্ট অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ার পাওলিন মেক বিষয়টিকে স্বাগত জানিয়ে কর্মীদের এমন সুযোগ দেওয়ায় প্রশংসা করেছেন। একইসঙ্গে তিনি বিষয়টিকে ‘বিকল্প’ নয় ‘প্রতিরোধ’ হিসেবেও উল্লেখ করেছেন।
১৯৪৬ সালে প্রতিষ্ঠার পর থেকে এয়ারলাইন্সটির নারী ক্রু’দের অন-ডিউটিতে মিনি স্কার্ট পরিধানের নিয়ম চালু করে।
বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৮
জেডএস