আগামী ১৯-২১ এপ্রিল অনুষ্ঠেয় মেলা উপলক্ষে আন্তর্জাতিক রুটে যেকোনো ভাড়ার উপর ২৫ শতাংশ পর্যন্ত ও অভ্যন্তরীণ রুটে ১০ শতাংশ মূল্যছাড় ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ মেলা অনুষ্ঠিত হবে।
মেলায় ঢাকা-ব্যাংকক-ঢাকা রুটে ন্যূনতম ১৫,৪২৩ টাকা, ঢাকা-কুয়ালালামপুর- ঢাকা ২০,৬৭৭ টাকা, ঢাকা-সিঙ্গাপুর- ঢাকা ২২,৪২৫ টাকা, ঢাকা-গুয়াংজু- ঢাকা ৩৬,২৭৩ টাকা, ঢাকা-মাস্কাট-ঢাকা ৩৭,২৭১ টাকা, ঢাকা-দোহা- ঢাকা রুটে ৩৬,৮৪৮ টাকা, ঢাকা-কলকাতা-ঢাকা ৯,৮৯৩ টাকা এবং চট্টগ্রাম-ঢাকা- চট্টগ্রাম ১০,৪১৪ টাকা ভাড়া নির্ধারণ করেছে।
এছাড়া বাংলাদেশের অভ্যন্তরে যেকোনো রুটের ভাড়ার উপর ১০ শতাংশ মূল্যছাড় ঘোষণা করেছে দেশের অন্যতম এ বেসরকারি এয়ারলাইন্সটি।
একমাত্র বেসরকারি এয়ারলাইন্স হিসেবে দেশের প্রত্যেকটি চালু বিমানবন্দরে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা। বর্তমানে ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, যশোর, সৈয়দপুর, রাজশাহী ও বরিশাল রুটে ফ্লাইট পরিচালনা করছে।
মেলা উপলক্ষে টিকিটে ছাড় ছাড়াও অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে আকর্ষণীয় হলিডে প্যাকেজ ঘোষণা করেছে। ভাড়ার উপর এ মূল্যছাড় শুধু মেলার স্টল থেকেই সংগ্রহ করা যাবে।
বাংলাদেশ সময়: ১৮২৯ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৮
এএ